সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলায় চাঁদা না দেয়ায় এক বালু ব্যবসায়ীকে দৃর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। এই ব্যবসায়ীর নাম মিজানুর রহমান (২৮)। তিনি উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ মালেক মিয়া, ছত্তার আলী ও আব্দুল হাইকে আটক করেছে।
পুলিশ জানায়, বৃহম্পতিবার সকাল ১০টার দিকে ধোপাজান নদীর সদরগড় খালে ইব্রাহিমপুর গ্রামের রেজা উদ্দিনের ৪টি বালু ভর্তি বারকি নৌকা নোঙর করা অবস্থায় কয়েকজন মিলে তার কাছে চাদাঁ দাবি করে; কিন্তু তিনি তা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজদের সাথে তার কথা কাটাকাটি হয়। এ সময় পাশের একটি রেস্টুরেন্ট থেকে অপর বালু ব্যবসায়ী মিজানুর রহমান এগিয়ে গেলে চাঁদাবাজরা তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে সুনামগঞ্জ মডেল থানার ওসি শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
Leave a Reply