সুনামগঞ্জ প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপলের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌরসভার মেয়র নাদের বখতের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন, সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর, কাউন্সিলর আবাবিল নূর, ইয়াছিনুর রশিদ, মো মোশারফ মিয়া ও মৃদুল চৌধুরী।
Leave a Reply