বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সিগারেট কেনার কথা বলে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে এক মুদি দোকানদারকে গলা কেটে হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডের শিকার মুদি দোকানি মো আমির উদ্দিন (৫০) মঈনপুর গ্রামের মো রশিদ আলীর ছেলে।
শনিবার, ৩০ মার্চ আমির উদ্দিনের দোকানের ভেতরেই এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রামের শওকত মিয়ার ছেলে মজনু মিয়াকে (২৫) পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গভীর রাতে মঈনপুর গ্রামের পাবেল মিয়া ও মজনু মিয়া সিগারেট কেনার কথা বলে আমির উদ্দিনকে ঘুম থেকে ডেকে তোলে বাড়িতেই তার দোকানে নিয়ে গলায় ছুরিকাঘাত ও মালামাল লুট করে পালিয়ে যায়। এ সময় আমির উদ্দিনের চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে রবিবার ভোরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিরি মারা যান।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী জানান, আমির উদ্দিন মারা যাওয়ার আগে দুই জনের নাম বলে গেছেন। একজনকে রাতেই আটক করা হয়। অন্যজনকে আটক করার চেষ্টা চলছে।
Leave a Reply