সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের মধ্যবাজার এলাকার একটি ঘরের মালিক তার ভাড়াটের বিরুদ্ধে তাকে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।
সোমবার বিকেলে মধ্যবাজার এলাকায় সংবাদ সম্মেলন করে ঘরের মালিক মাধব চন্দ্র বনিক এ অভিযোগ করেন। এ সময় তার স্ত্রী লিজা বনিকও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাধব চন্দ্র বণিক জানান, তার বড়ভাই সুজিত বণিক সহ দুই ভাই প্রগতি ৩৯ মধ্যবাজার সুনামগঞ্জে বসবাস করতেন। প্রায় দেড়বছর আগে সুজিত বণিক তাদের ঘরের একটি অংশ প্রতিবেশী মৃত মঞ্জুলাল রায়ের ছেলে নন্দন রায়ের নিকট ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করছিলেন। এদিকে নন্দন রায় বৈদ্যুতিক মালামাল রাখার গুদাম হিসেবে ঘরের অংশটি ব্যবহার করতে থাকেন; কিন্তু গত ১৪ ফেব্রুয়ারি তিনি ও তার সহযোগীরা মিলে ঘরটি ভাংচুর করে মাধব চন্দ্র বণিকের বসতঘর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এ সময় তার বসতঘরে থাকা মূল্যবান সম্পদ তামাকাঁসা, বাসনপত্র, স্বর্ণালংকার এবং নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।
মাধব চন্দ্র বণিক আরও জানান, ঘটনার দিন তিনি ও তার স্ত্রী বাসায় ছিলেননা। রাত ১০টায় বাসায় ফিরে এই অবস্থা দেখেতে পান। তিনি এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। তবে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পরও কোনো সুরাহা হয়নি। বরং ভাড়াটে নন্দন রায় ও তার সহযোগীরা প্রকাশ্য তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। তাই তিনি ও তার পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা চান।
Leave a Reply