সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা বিএনপি গ্রেফতার, হয়রানি ও হামলার প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।
তিনি অভিযোগ করেন, তাদের নেতাকর্মীদেরকে নির্বাচনী প্রচারণার জন্য মাঠে নামতে দেয়া হচ্ছে না। পুলিশ দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। গায়েবি মামলা দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ৫টি আসনে ১৮টি নাশকতা ও গায়েবি মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৩ শ ৭০ জনকে। আটক করা হয়েছে ২৫ জনকে।
পুলিশ যাতে আর হয়রানি না করে সে ব্যাপাওে তিনি প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। উপস্থিত ছিলেন, সহ সভাপতি আনিসুল হক ও আবুল কালাম আজাদ।
Leave a Reply