সুনামগঞ্জ প্রতিনিধি : গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণির কর্মচারীদের সমান স্কেল বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ররিবার দুপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
এতে জেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ গ্রাম পুলিশ সদস্য অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি অবণী কান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক করুণা মোহন দেবনাথ ও সদস্য অর্চনা রানী।
বক্তারা বলেন, গ্রাম পুলিশ সদস্যরা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন; কিন্তু তাদেরকে যে বেতনভাতা দেয়া হয় তাতে তাদের সংসার চলেনা।
Leave a Reply