সুনামগঞ্জ প্রতিনিধি : গ্রাম আদালত সর্ম্পকে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের উদ্যোগে ও ইউএনডিপির সহযোগিতায় সার্কিট হাউসে এ কর্মশালার আয়োজন করা হয়।
সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ মাহবুবুর রহমান ও ইউএনডিপির ঢাকা কমিউনিকেশনস ও আউটরিচ স্পেশালিস্ট অপর্ণা ঘোষ।
Leave a Reply