সুুনামগঞ্জ প্রতিনিধি : সুুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন লক্ষণশ্রী গুচ্ছগ্রামের এক দিনমুজুর বিধবার ৮ বছরের কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে।
অভিযোগ পাশের ঘরের যুবক রিপন মিয়ার বিরুদ্ধে। তবে এ ব্যাপারে কোন মামলা হয়নি।
আরো অভিযোগ পাওয়া গেছে, গুচ্ছগ্রাম কমিটির সভাপতিসহ কয়েকজন ঘটনাটিকে ধামাচাপা দিতে চেষ্টা করেন।
শনিবার দুপুরে শিশুটির মা পাথর ভাঙ্গার কাজে চলে গেলে ঘরে একা থাকা শিশুটিকে অভিযুক্ত যুবক ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে ধর্ষণকারী পালিয়ে যায়।
খবর পেয়ে সোমবার সকালে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নির্যাতিত শিশু ও তার মাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা অনুপ তালুকদার শিশুটির প্রাথমিক পরীক্ষা শেষে গাইনি ওয়ার্ডে ভর্তি করেন।
এ ব্যাপারে গুচ্ছগ্রাম কমিটির সভাপতি মো রইছ মিয়ার কাছে ধামাচাপা দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো শহিদুর রহমান জানান, ঘটনাটি শুনে তাৎক্ষণিক পুলিশকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply