সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার বাওনের খাল পাড়ি দিয়ে গরু আনতে গিয়ে পানিতে ডুবে ২ যুবকের মৃত্যু হয়েছে।।
তারা হলো, উপজেলার কুরবাননগর ইউনিয়নের বদিপুর মাইজবাড়ি গ্রামের শাহিদ আলীর ছেলে মো রুবেল মিয়া (১৮) ও বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়া (১২)।
রবিবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুই যুবক বাওনের খাল পাড়ি দিয়ে গরু আনতে যাওয়ার সময় পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিলে তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী জাবেদ মোহাম্মদ তারেক জানান, ঐ যুবকরা সাতাঁর জানতো না।
Leave a Reply