সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম কোন গোষ্ঠীর স্বার্থে সংবাদ পরিবেশন না করে ন্যায় ও উন্নয়নের পক্ষে লিখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রশাসনের ভুল-ত্রুটি তুলে ধরতেও তিনি গণমাধ্যম কর্মীদেরকে আহ্বান জানান।
বৃহস্পতিবার জেলার গণমাধ্যম কর্মীদের সম্মানে সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমেদ, সহ সভাপতি বিজন সেন রায়, বাংলাদেশ টেলিভিশন প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আজিজুল ইসলাম চৌধুরী, দৈনিক সংবাদ প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে, মোহনা টেলিভিশন প্রতিনিধি কুলেন্দু শেখর দাস প্রমুখ।
Leave a Reply