সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টায় নতুন শিল্পকলা একাডেমির সভাকক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কর্মকর্তা মানিক মাহমুদ ও সহকারী কমিশনার মনিরুল হাসান শিমুলের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, অতিরিক্ত সচিব মো সুলতান আহমেদ ও সিলেটের সহকারী বিভাগীয় কমিশনার আজম খান।
সংলাপে গণমাধ্যম কর্মীরা সিটিজেন জার্নালিস্ট এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের কার্যক্রম ও সুবিধা সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করেন।
Leave a Reply