সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মতবিনিময় করেছেন।
রবিবার বিকেলে শহরের ওয়েজখালীতে পুলিশ লাইন্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মো সুমন মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো জয়নাল আবেদীন, সদর থানার অফিসার ইনচার্জ মো ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, এটিএন নিউজ প্রতিনিধি ও সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংঙ্কজ কান্তি দে, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার ও দৈনিক হাওরাঞ্চল পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার।
পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ বলেন, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা একে অপরের পরিপূরক। দুই পেশার মানুষই জনকল্যাণে কাজ করে থাকেন।
তিনি বলেন, পুলিশ সবসময় রাষ্ট্রের নিরাপত্তার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা বিধানে কাজ করে আর গণমাধ্যমকর্মীরা সমাজের অসঙ্গতিগুলো গণমাধ্যমে প্রচার করে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এনে সহায়তা করেন।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে তিনি গণমাধ্যমকর্মীসহ জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply