নিজস্ব প্রতিনিধি : খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, অকাল বন্যায় সর্বস্বান্ত সুনামগঞ্জের মানুষের জন্যে খোলাবাজারে চাল বিক্রির পরিমাণ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।
রবিবার দুপুরে সিলেটে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
খাদ্য মন্ত্রী বলেন, হতদরিদ্রদের জন্য ১০ টাকা দরে চাল দেয়ার ব্যাপারে কিছু করা যায় কি না সে ব্যাপারেও অর্থ মন্ত্রণালয়ের সাথে খাদ্য মন্ত্রণালয় আলোচনা করবে।
সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্য মন্ত্রী বলেন, বাংলাদেশে মানুষের সাংবিধানিক অধিকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন সরকার হাত দিয়েছে নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে। ২০৪১ সালের মধ্যে পথের ধারের খাদ্য পর্যন্ত নিরাপদ করা হবে।
তিনি বলেন, দেশের উন্নয়ন থামিয়ে দিতে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে। তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে পশ্চিমা দেশগুলোর চেয়ে বেশি সাফল্য দেখিয়েছে।
খাদ্য মন্ত্রী বলেন, ফ্রান্স-আমেরিকায় যখন জঙ্গিদেরকে সরাসরি গুলি করে হত্যা করা হয় তখন যেমনি পশ্চিমা বুদ্ধিজীবীরা তেমনি দেশীয় সুশীলরাও চুপ করে থাকেন; কিন্তু দেশে এমন ঘটনা ঘটলে তারা ‘অমানবিক ও বিচার বহির্ভুত হত্যা’ বলে চিৎকার শুরু করেন।
কামরুল ইসলাম বলেন, হলি আর্টিজানের জঙ্গি হামলার পর দেশবাসী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে একাত্তরের মতোই ঐক্যবদ্ধ হয়েছে।
সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুমের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আব্দুল বাতিন মিয়া। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান। পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান।
কর্মশালায সিলেট বিভাগের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নারী ও সাংবাদিক নেতারা অংশ নেন।
Leave a Reply