সুনামগঞ্জ প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো তাজুল ইসলাম বলেছেন, সুনামগঞ্জের হাওর এলাকায় উড়াল সেতু নির্মাণ প্রকল্প পাশ হয়েছে। খুব শিগগির নির্মাণকাজ শুরু হবে।
শনিবার দুপুরে নবগঠিত মধ্যনগর উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে ধর্মপাশা উপজেলা প্রশাসন আয়োজিত ‘উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদেরকে এ তথ্য জানান।
এলজিআরডি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ছাড়া কিছুই বুঝেন না। তিনি সকল প্রকার দুর্ভোগ ও সবার দুঃখ-কষ্ট দূর করে সমৃদ্ধ দেশ গড়তে চান।
মতবিনিময় সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশে এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়ন হচ্ছেনা।
তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুরা এখনও আড়ালে থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা দেশের উন্নয়ন চায়না।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর ও পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন।
Leave a Reply