সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রবিবার দুপুরে জেলা বিএনপি শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় নিজস্ব কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে; কিন্তু বিক্ষোভ মিছিলটি কিছুদুর অগ্রসর হওয়ার পর পুলিশ তা আটকে দেয়। তখন নেতাকর্মীরা রাস্তায় বসে পড়ে সমাবেশ করেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, দলের জেলা সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহিন, যুগ্ম সম্পাদক নূর হোসেন, সোয়েব আহমদ, নাসিম উদ্দিন লালা ও অ্যাডভোকেট আমিরুল হক।
Leave a Reply