সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আলফাত ভবনের সামনে যায়। সেখানেই প্রতিবাদ সমাবেশ করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান
গিলমান ও রেজাউল হক, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, দফতর সম্পাদক বাকের আহমদ, যুবদল নেতা কালাচান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ জুয়েল এবং অন্যতম নেতা সোহেল মিয়া।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সরকার আদালতকে ব্যবহার করে খালেদা জিয়ার জামিন আটকে রাখছে।
Leave a Reply