সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বন্যাদুর্গত খামারি ও কৃষকদের পুর্নবাসনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
জেলা মৎস্য ও প্রাণীসম্পদ খামারি সংঘের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের আহবায়ক দারু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল সিদ্দিকীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সালেহিন চৌধুরী শুভ, জিয়াউদ্দিন, জাহির উদ্দিন জাহিদ ও আব্দুল লতিফ।
বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত খামারি ও কৃষকদের ঘুরে দাঁড়াতে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে সরকারের কাছে দাবি জানান।
Leave a Reply