সুনামগঞ্জ প্রতিনিধি : পি এইচ পি কোরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২১ প্রতিযোগিতায়
সারাদেশে চতুর্থ স্থান অধিকারী শিশু হাফিজ সালমান আল মাহমুদকে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয। এতে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পৌর মেয়র নাদের বখত।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো চাঁন মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর মো আবুল হোসেন ছোট মিয়া, জেলা যুক্তিযোদ্ধা যুব কমান্ডের জ্যেষ্ঠ সহসভাপতি মো এনামুল হক এনাম ,পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো শফিক আহমদ ও দপ্তর সম্পাদক লিটন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র নাদের বখত বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের শিশু হাফিজ সালমান আল মাহমুদের এই কৃতিত্ব সুনামগঞ্জের সুনাম আরো বৃদ্ধি করেছে।
পরে তিনি হাফিজ সালমান আল মাহমুদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
Leave a Reply