সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে কোটি হৃদয়ে জয়বাংলা বাস্তবায়ন কমিটি আত্মপ্রকাশ করেছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।
সুনামগঞ্জ পৌর বিপণিতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে মিলন আহমেদ।
তিনি বলেন, জাতির পিতার আত্মজীবনী, বঙ্গমাতার অবদান, মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস, প্রধানমন্ত্রীর ত্যাগ ও কৃতিত্ব এবং সামগ্রিক উন্নয়ন কাজের চিত্রগুলো তুলে ধরে এক কোটি অরাজনৈতিক ভোটারকে ডাটাবেইজে অর্ন্তভুক্ত করার লক্ষ্যে কোটি হৃদয়ে জয় বাংলা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় যুব শ্রমিক লীগের সুনামগঞ্জ জেলা সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার, কার্যকরী সভাপতি সুদীপ্ত চন্দ্র দাস, সহ সভাপতি আফজাল হোসেন ও সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস।
Leave a Reply