সুনামগঞ্জ প্রতিনিধি : ‘কোচিং বাণিজ্য একটি দুর্নীতি, আসুন এর বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ স্লোগান নিয়ে সুনামগগঞ্জে মানববন্ধন করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক।
রবিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন-দুদুকের সহকারী পরিচালক মঞ্জুর আলম চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুর রব চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু ও মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর।
বক্তারা বলেন, সুনামগঞ্জের দুটি সরকারি কলেজের শিক্ষক ও অবকাঠানো সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। সংকট রয়েছে মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অবিলম্বে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।
সুনামগঞ্জ সরকারি কলেজে নিয়মিত পাঠদান না হওয়ার পরিপ্রক্ষিতে মেয়ের পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীরের প্রতিবাদী কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে দেশব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়।
Leave a Reply