সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক প্রচার সম্পাদক জুনেদ আহমদের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি এলাকাবাসীর উদ্যোগে মাইজবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের ট্রাফিক পয়েন্টে এসে মানববন্ধনে মিলিত হয়।
কুরবান নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বরকতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা শংকর চন্দ্র দাস, পৌরসভার সাবেক কাউন্সিলর মনির উদ্দিন মনির, বর্তমান কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, আফজল, নূরুল ইসলাম, মানিক মিয়া, ইসহাক মিয়া, জসিম উদ্দিন ও কামাল পাশা।
১ সেপ্টেম্বর রাতে জুনেদ আহমদ মোটর সাইকেল যোগে জেলা শহর থেকে নিজ গ্রাম মাইজবাড়ি যাবার পথে বাড়ির পাশে ঘাতকদের এলোপাতাড়ি ছুরিকাঘাত খুন।
Leave a Reply