সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও জেলা যুবলীগ দেখার হাওরে অসহায় এক কৃষকের বোরোধান কেটে দিয়েছে।
সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ারের নেতৃত্বে কৃষক সহিবুর রহমানের এক কেদার জমির পাকা ধান কেটে দেওয়া হয়।
এই কাজে যোগ দেন, জেলা যুবলীগের শতাধিক নেতাকর্মীও। এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মনজু, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু ও জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সুনামগঞ্জে এবার গতবছরের চেয়ে ৪ হাজার ৩০ হেক্টর বেশি জমিতে বোরো চাষ হয়েছে। ধান কাটা ও মাড়াইয়ের জন্যে সরকার ইতোমধ্যে প্রশাসনের মাধ্যমে ১০৭টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন কৃষকদেরকে দিয়েছে।
Leave a Reply