সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত ফসলের জাতসমূহের উৎপাদন, সম্প্রসারণ ও বিষ উদ্যান ফসলের চাষাবাদ কৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনৃুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বিনা উপকেন্দ্র সুনামগঞ্জে কৃষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের পরিচালক (প্রশাসন) ড মো আজগর আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি ও বিভাগীয় প্রধান উদ্যানতত্ত্ব বিভাগ বিনা ময়মনসিংহের ড মো জাহাঙ্গীর আলম।
বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উদ্যানতত্ত্ব বিভাগ বিনা ময়মনসিংহের এসও মোহাম্মদ নূরুন-নবী মজুমদার।
প্রধান অতিথি বিষমুক্ত উদ্যান ফসলের চাষাবাদ, হাওর অঞ্চলের উদ্ভাবিত ফসলের নিবিড়তা বৃদ্ধি ও ফসলের বিন্যাস পরিবর্তনের উপর জোর দেন।
Leave a Reply