সুনামগঞ্জ প্রতিনিধি : উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করে প্রকৃত কৃষকদের নিকট হতে সরকারের নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এতে কৃষক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সিপিবির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, হাওরের কৃষক ও কৃষি সংগ্রামের সভাপতি নির্মল ভট্টাচার্য্য, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ সভাপতি রইসুজ্জামাল, জেলা সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, শহর সভাপতি গৌতম দাস ও জেলা দফতর সম্পাদক এস এম সাইফুল ইসলাম।
নেতৃবৃন্দ বিদেশ থেকে চাল আমদানি না করার দাবি জানান।
Leave a Reply