সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সকল হাওরে উৎসবের আমেজে কৃষকদের ধান কাটায় উৎসাহিত করতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরে ধানকাটা উৎসবের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
এ আয়োজনে জেলার ১১টি উপজেলায় একযোগে ধানকাটা উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবদুল আহাদ। বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসন ও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক বশির আহমদ সরকার।
জেলা প্রশাসক আবদুল আহাদ জানান, কৃষকদের ধান কাটায় উৎসাহিত করতেই জেলা জুড়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
সুনামগঞ্জে এবার ২ লাখ ২৪ হাজার ৪শ ৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ ৭৫ হাজার মেট্রিক টন।
Leave a Reply