সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদ ২০১৮ সালে জিপিএ-ফাইভ প্রাপ্ত ৭৭ জন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীর মাঝে এককালীন বৃত্তির চেক ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করেছে।
সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, রামকৃষ্ণ মিশনের সম্পাদক যোগেশ্বর দাস ও জেলা পরিষদের সদস্যা ফৌজিয়ারা বেগম শাম্মী।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেন, বর্তমান সরকার মানুষকে সুশিক্ষিত করে মানব সম্পদে পরিণত করতে চায়।
Leave a Reply