সুনামগঞ্জ প্রতিনিধি : ‘যুগ যন্ত্রণায় কাতর মানবাত্মা আজ শান্তি অন্বেষণে ব্যাকুল, হরিণামই তাপিত প্রাণে শান্তি বার সিঞ্চনের একমাত্র উপায়’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের কেন্দ্রীয় শ্রী শ্রী কালিবাড়ি নাট মন্দিরে ৪ দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিণাম সংকীর্ত্তণ উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার ভোর থেকে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিণাম সংকীর্ত্তণ উদযাপন পরিষদ জেলা শাখা আয়োজিত হরিণাম সংকীর্ত্তন উৎসবের উদ্বোধন করেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুল রহমান মিসবাহ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ জেপি, আয়োজক সংগঠনের জেলা সভাপতি সন্তোষ রায় সন্তু ও সাধারণ সম্পাদক বিমান কান্তি রায়।
হরিণাম সংকীর্ত্তণ উৎসবে গোপালগঞ্জ, মাদারীপুর ও নেত্রকোণা সহ বিভিন্ন এলাকার ৬টি কীর্ত্তনীয়া দল অংশ নিয়েছে।
Leave a Reply