সুনামগঞ্জ প্রতিনিধি : করোনাকালে ঈদুল ফিতরকে সামনে রেখে সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সৌদিপ্রবাসী মো রুকন উদ্দিনের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় ও কর্মহীন শতাধিক মানুষকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার বিকেলে শহরের কালীপুরে তার বাসভবনের সামনে মোট ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
সার্চ মানবাধিকার সোসাইটি জেলা শাখার সভাপতি এ কে মিলন আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গাজী আফজাল হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাংবাদিক মহিবুর রেজা টুনু ও সার্চ মানবাধিকার সোসাইটি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান রাজ।
পরে সড়ক দুর্ঘটনায় আহত সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply