সুনামগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় এক লাখ ৬০ হাজার পরিবারের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী প্রণব চক্রবর্তী, কুরবাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আবুল বরকত, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো নুরুল হক, গৌরারং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো ফুল মিয়া, কাঠইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি শামসুল হক, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আহমদ নূর, আহসান জামিল আনাছ, সাবিনা চৌধুরী মণি, জাহানারা বেগম ও জেলা পরিষদের কর্মকর্তা মো আজাদ মিয়া।
Leave a Reply