সুনামগঞ্জ প্রতিনিধি : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য কমরেড বরুণ রায়ের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কমরেড বরুণ রায় স্মৃতি সংসদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রণেন্দ্র কুমার দে মিন্টুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, অ্যাডভোকেট স্বপন কুমার দেব ও সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার।
আলোচকরা বলেন, কমরেড বরুণ রায় সারাজীবন হাওরপাড়ের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। নিজের জন্য কিছুই করেননি। বরং নিজের জমিদারী উৎসর্গ করেছেন।
পরে ১২ জন মেধাবী অসহায় শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়।
Leave a Reply