সুনামগঞ্জ প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের সুনামগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের যৌথভাবে মাঠে নেমেছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক সকাল ১১টায় সদর মডেল থানার ওসি মো শহিদুর রহমানর নেতৃত্বে পুলিশ শহরের পৌর বিপণি থেকে শুরু করে ট্রাফিক পয়েন্ট, সুরমা মার্কেট, মধ্যবাজার ও পশ্চিমবাজারে মাইকিং করে কাঁচাবাজার ও ফার্মেসি ছাড়া অন্যান্য দোকান এবং রিক্সা, অ্যাম্বুলেন্স ও গণমাধ্যমকর্মীদের যানবাহন ছাড়া অন্যসব যানবাহন বন্ধ রাখার ঘোষণা দেয়।
এসময় সরকারি নির্দেশনা অনুসারে ১ জুলাই থেকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হয়।
Leave a Reply