সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে উপজেলা ও ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট হালনাগাদকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের সহযোগিতায় সার্কিট হাউসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক-শিক্ষা ও আইসিটি মো জসিম উদ্দিন। ইএএলজির জেলা সমন্বয়কারী সৈয়দ নজরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার এস এম রেজাউল করিম, সহকারী প্রোগ্রামার স্বরূপ মুহুরী ও এলজিসি প্রকল্পের জেলা সমন্বয়কারী মিঠু রঞ্জন দাস।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো জসিম উদ্দিন বলেন, সাধারণ মানুষ যাতে সহজে উপজেলা ও ইউনিয়ন পরিষদে গিয়ে প্রত্যাশিত সেবা পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি আরো বলেন, ওয়েবসাইটে সবসময় সাধারণ মানুষের সেবামূলক সকল কিছু আপডেট দিতে হবে।
Leave a Reply