সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ওসমানী স্মৃতি পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার কর্মী পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় ওসমানী স্মৃতি পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি জাহের আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল। প্রধান বক্তা ছিলেন, ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন সিকদার ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক সনেট রায়। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা সহ সভাপতি আবুল বাশার নয়ন, রিগান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় মণি, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবাজ ইমরান, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি ফয়সল আহমদ ও নিউজ এম টিভির জেলা প্রতিনিধি কেএম শহীদুল।
Leave a Reply