সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদকে বিদায় সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলী মাহবুব আলমকে অভ্যর্থনা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার বিকেলে এলজিইডি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, ঠিকাদার সমিতির সভাপতি আবুল মহসিন মাহবুব। অতিথি ছিলেন, বিদায়ী নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, নবাগত নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন ও ব্যবসায়ী নুরুল ইসলাম। এছাড়া নবাগত নির্বাহী প্রকৌশলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র দাস।
Leave a Reply