সুনামগঞ্জ প্রতিনিধি : ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স-এনসিটিএফের পাবলিক একাউন্টিবিলিটি সেশন উপলক্ষে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে এনসিটিএফ সুনামগঞ্জ শাখার উদ্যোগে ও সুনামগঞ্জ জেলা শিশু একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেন।
সুনামগঞ্জ এনসিটিএফ সভাপতি মামুন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডা গৌতম রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন মোল্লা, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, রংধনু ডিবেট ক্লাবের সাধারণ সম্পাদক দুর্বার শামিত আদি, ওওয়ার্ল্ড ভিশনের জেলা সভাপতি নাজমা আক্তার নিপা।
Leave a Reply