সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাধের নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ পরবর্তী সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত ১২টি হাওরে ফসল রক্ষা বাধের নির্মাণ কাজ শুরুই হয়নি।
সোমবার সকাল সাড়ে ১১টায় হাওর আন্দোলন প্লাট ফরম-হ্যাব শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন হ্যাবের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শরিফুজ্জামান শরিফ। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, সিএনআরএসের পরিচালক আনিসুল ইসলাম ও হাওর রক্ষা বাঁধ নির্মাণ কমিটির সুনামগঞ্জ অঞ্চলের আহবায়ক নির্মল ভট্টাচার্য্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার এ বছর সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাধ নির্মাণে ৬০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
Leave a Reply