সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় একটি ফুটবল নিয়ে বিবাদের জের ধরে শাহারিয়ার আহমদ সানি (২২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার, ১ অক্টোবর সকাল সাড়ে ১১টায় হাছননগর এলাকাবাসীর উদ্যোগে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আহত যুবক শাহারিয়ার আহমদ সানির মা শামীমা আক্তার, রাসেল মিয়া, শামীম আহমদ ও কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুল গফ্ফার, বাবুল মিয়া, সেবুল মিয়া ও জনি মিয়া সহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, হাছননগর এলাকায় একটি সন্ত্রাসীচক্র বেপরোয়া হয়ে উঠেছে। তারা যেকোন সময় যে কোন মানুষের উপর হামলা করতে পরোয়া করেনা।
বক্তাগণ শাহারিয়ার আহমদ সানির উপর হামলাকারী এই সন্ত্রাসী চক্রকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
Leave a Reply