সুনামগঞ্জ প্রতিনিধি : একুশে আগস্ট উপলক্ষে সুনামগঞ্জে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে কালোব্যাজ ধারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রক্তাক্ত এ দিনটি উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং সদর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে শহরের রমিজ বিপণিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজনের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল
কালাম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো জুবায়ের আহমদ অপু, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল ও জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে।
প্রধান অতিথি নূরুল হুদা মুকুট বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদেরকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়।
দোয়া পরিচালনা করেন, মাওলানা আতাউর রহমান লস্কর।
Leave a Reply