সুনামগঞ্জ প্রতিনিধি : সর্বনাশা বন্যার কারণে পবিত্র ঈদুল আযহায় কোরবানি দিতে না পারা বা মাংস না পাওয়া এক হাজার পরিবারকে বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে মাংস দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় ৫ গ্রামে ৫টি গরু কোরবানি দিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার অচিন্তপুর, মঈনপুর, টুকেরগাঁও, বিরামপুর গুচ্ছগ্রাম ও জামালগঞ্জ উপজেলা সদরের বন্যার্ত এই পরিবারগুলোর মাঝে মাংস বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারের প্রতিনিধির হাতে এক কেজি কোরবানির মাংস তুলে দেন, বাংলাদেশ কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার রাসেল মিয়া ও লেফটেন্যান্ট রাগিব তানজুম স্বর্নভ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এল ই এন সুমন ঘোষ ও এ বি মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় ইউপি সদস্যগণ।
বাংলাদেশ কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার রাসেল মিয়া জানান, স্বাভাবিক পরিবেশ ফিরে না আসা পর্যন্ত কোস্টগার্ড সদস্যরা ত্রাণসামগ্রী সহ সবধরনের সহযোগিতা দিয়ে যাবেন।
Leave a Reply