সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মাত্র একশ টাকা ব্যয় করে কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত ২৫৫ জন নারী-পুরুষ পুলিশ সদস্যকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে পুলিশ সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন, সদর মডেল থানার নবাগত ওসি সহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বিদায়ী ওসি শহীদুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওসি-তদন্ত আব্দুল্লাহ আল মামুন, এসআই জালাল উদ্দিন ও কনস্টেবল পদে সদ্য নিয়াগপ্রাপ্ত আব্দুল আলীম।
অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খানের সততা ও আন্তরিকতার কারণেই জেলায় বিভিন্নস্তরের অসহায় ও গরীব পরিবারের অনেক সন্তান কেবল যোগ্যতা ও মেধার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।
Leave a Reply