সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের প্রাচীনতম বিদ্যাপীঠ হাজী মকবুল হোসেন পুরকায়স্থ উচ্চবিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে সকাল থেকে বিদ্যালয় মাঠে আয়োজিত বিভিন্ন ধরনের খেলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এইচ এম পি উচ্চবিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মো ইনছান মিঞার সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নাদের বখত এবং প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক র্ধূজুটি কুমার বসু, ও ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীর গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।
Leave a Reply