সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিবদের সাথে জেলা প্রশাসনের কর্মকর্তারা মতবিনিময় করেছেন।
উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ আইন এবং দাফতরিক ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। বক্তব্য রাখেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক বশির আহমদ সরকার, সুনামগঞ্জ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়াম্যান ফারুক আহমদ।
Leave a Reply