বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে একটি পরিবার দেওয়ান হাছন রাজার জমিদারীর উত্তরাধিকারী হয়েও সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদ এবং সম্পত্তির অধিকার ফিরে পাওয়ার দাবি জানিয়েছে।
রবিবার (১০ নভেম্বর/২৫ কার্তিক) সকালে শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে শহরের তেঘরিয়া এলাকার সুমী চৌধুরী ও তার স্বামী লিটন ইসলাম ভূঁইয়াসহ আরো কয়েক স্বজন সংবাদ সম্মেলনে প্রতিবাদের পাশাপাশি দাবিটি জানান।
সুমী চৌধুরী ও লিটন ইসলাম ভূঁইয়া লিখিত বক্তব্যে বলেন, দেওয়ান হাছন রাজার মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র খান বাহাদুর দেওয়ান গণিউর রাজা চৌধুরী জমিদারী পরিচালনার দায়িত্ব পান। তার দুই সন্তান দেওয়ান সুলেমান রাজা চৌধুরী ও সুমী চৌধুরীর দাদা দেওয়ান সুলতানুর রাজা চৌধুরী। দেওয়ান গণিউর রাজা চৌধুরী মারা যাওযার আগে ১৯৩০ সালের ২৫ ডিসেম্বর দুটি ওয়াকফ করে যান। একটিতে পরবর্তী প্রজন্মের ভরনপোষণের জন্য টাকার পরিমাণ উল্লেখ করে ওয়াকফ করেন। অন্যটি করেন, মসজিদ, মাদরাসা, এতিমখানা ও কবরস্থান প্রতিষ্ঠায় ব্যয় ও গরীব দুঃখীদের সাহায্যের জন্যে; কিন্তু সেই ওয়াকফ দুটি দেওয়ান হাছন রাজার অন্য উত্তরাধিকারী দেওয়ান আফতাবুর রাজা চৌধুরী ও তার বংশধরগণ ভেঙ্গে ফেলে সকল সম্পত্তি আত্মসাত করে নেন।
তারা অবিলম্বে তাদের এই সম্পত্তির অধিকার ফিরে পাওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সুদৃষ্টি কামনা করেন।