সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার সকালে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে আয়োজিত এ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল আহাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ। পরিচালনায় ছিলেন, পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল।
উদ্বোধনী ম্যাচে মৌলবীবাজার জেলা দল ও হবিগঞ্জ জেলা দল অংশ নেয়।
Leave a Reply