সুনামগঞ্জ প্রতিনিধি : হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা, বাঁধ নির্মাণে দুর্নীতিবাজদের শাস্তি, বিচারপূর্বক তাদের সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সকল প্রকার ব্যাংক ঋণ মওকুফ, শুকনো মৌসুমে হাওর অঞ্চলের সকল খাল, বিল, নদী ও নালা খনন এবং শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদানের দাবি জানিয়ে সুনামগঞ্জে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মতবিনিময় সভা করেছে ।
বৃহস্পতিবার দুপুরে দৈনিক সুনামগঞ্জের খবর কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সভাপতি জি এম রহুল আমীন, সাধারণ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান ও সিলেট জেলা প্রতিনিধি সোহেল আহমাদ।
Leave a Reply