সুনামগঞ্জ প্রতিনিধি : বিশ্বের ৫০টির বেশি দেশের ইসকন ভক্তদের আগমন উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা, কীর্ত্তনমেলা ও ধর্মসভা অুনষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের ঘোলঘরে শ্রী শ্রী কালাচাঁন জিউ ইস্কন মন্দিরের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে মন্দির প্রাঙ্গণে এক ধর্মসভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ ইস্কন মন্দির পরিচালনা কমিটির পরিচালক রাজ্যেশ্যাম গোপাল দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আর্জেন্টিনার সকোরি লিভার মরিচা দাস, আফ্রিকা মহাদেশের প্রতিনিধি ভক্তিনৃসিংহ স্বামী, সিলেট ইস্কন মন্দিরের অধ্যক্ষ নবদ্বীপ দ্বীজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, ভারতের মায়ালুর শ্রীধাম ইসকন মন্দিরের স্বামী ভক্তি নিত্যানন্দ, অমিয় বিলাস স্বামী, বাংলাদেশ ইসকনের মহারাজ ভক্তি প্রিয়ম গদাধর গোস্বামী ও সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস।
Leave a Reply