সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মসজিদের ৬৯৭ জন ইমাম ও মোয়াজ্জিনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা ইমাম-মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা মো মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব, জেলা যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস ও জেলা ছাত্রলীগ নেতা অমিয় মিত্র।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বাল্যবিয়ে রোধ ও মাদক নির্মূলসহ মূল্যবোধ রক্ষা করতে ইমাম-মোয়াজ্জিনদের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল সমাজ থেকে মাদক নির্মূলে বিভিন্ন মসজিদে বয়ান করতে ইমাম ও মোয়াজ্জিনদের প্রতি আহবান জানান।
Leave a Reply