বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকদের সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি/৩ পৌষ) সকালে শহরের পানসী রেস্টুরেন্টের হলরুমে বিডিএমএর উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, যুগ্মসধারণ সম্পাদক ডা হুমায়ুন ফারুক আলমগীর। প্রধান বক্তা ছিলেন, বিডিএমপিপিওর কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ডা শিব্বীর আহমদ। ডা হারুন আল রশিদের সভাপতিত্বে ও ডা উচ্ছ্বাস দাস দ্বীপের সঞ্চালনায় বক্তারা অন্যান্য ডিপ্লোমার মতো ডিপ্লোমা ডাক্তার তাদের আইডেন্টিটির স্বীকৃতির দাবি জানান।
তারা বলেন, তাদেরকে ডিপ্লোমা ডাক্তার হিসেবে স্বীকৃতি না দিলে তৃণমূল স্বাস্থ্য ব্যবস্থায় ধস নামবে।
এছাড়াও দশম গ্রেডে দ্রুত নিয়োগ বাস্তবায়ন, উচ্চতর শিক্ষার সুযোগ ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠনের দাবি জানানো হয়।