সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরে ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসা উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। প্রধান বক্তা ছিলেন, ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানির উপ ব্যবস্থাপক (প্রশাসন) হুমায়ূন কবির। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, জেলা মহিলা পরিষদের সভাপতি শীলা রায় ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের সুনামগঞ্জ অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) তৌহিদ হোসেন বাবু। সঞ্চালনায় ছিলেন, নির্বাহী পরিচালক (উন্নয়ন) সম্পা আফিন্দী।
Leave a Reply