সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সিভিল সার্জন ডা আশুতোষ দাশ ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।
বক্তারা বলেন, দৈনিক ইত্তেফাক নামটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িয়ে আছে।
এর আগে প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply